আ’লীগ আরো ১০ বছর ক্ষমতায় থাকবে : হানিফ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

62272_Hanif
গ্রাম বাংলা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, শুধু আগামী ২০১৯ সাল পর্যন্ত নয়, এরপর আওয়ামী লীগ আরো ১০ বছর ক্ষমতায় থাকবে। আগামী ২৯ সাল পর্যন্ত দেশের জণগনই জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেট খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘২০১৯ সালের আগেই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে’ এমন বক্তব্যের জবাবে মূলত হানিফ এ কথা বলেন।
তিনি বলেন, আন্দোলন করে আওয়ামী লীগের কাছ থেকে অবৈধ কোনো দাবি আদায় করার ক্ষমতা বিএনপির নেই। বাংলার জনগণ বিএনপিকে আর ক্ষমতায় আনবে না। ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আর ১৯ এর পর শেখ হাসিনা আরো ১০ বছর ক্ষমতায় থাকবে। কারণ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই বাংলার জনগণ ভোটের মাধ্যমে বারবার শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় হানিফ আরো বলেন, শুধু গণতন্ত্র দিয়ে দেশের উন্নয়ন হয় না। দেশের উন্নয়নের জন্য দরকার সঠিক নেতৃত্ব ও সুশাসন। চীন বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেদেশে  কোনো দিন গণতন্ত্র ছিল না। এসময় তিনি জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট হিসেবেও আখ্যায়িত করেন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এখন খালেদা জিয়াও সেই একই পথে হাঁটছে। খালেদা জিয়া ও তার পূত্র তারেক রহমান পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আয়োজক সংগঠনের সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *