ঢাকা : রিট খারিজ করে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখায় বিচারপতিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে মাওলানা শাহ আতাউল্লাহ বলেছেন, ‘এই রায়ের ফলে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিজয় এবং নাস্তিকদের পরাজয় হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চরে খেলাফত আন্দোলনের উদ্যোগে হাইকোর্টে রাষ্ট্রধর্ম ইসলাম মামলার রিট খারিজ হওয়ার পর এক বিজয় মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
মাওলানা শাহ আতাউল্লাহ বলেন, ‘ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন চালিয়ে গেলে নাস্তিকরা এদেশে ইসলামের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাবে না।
তিনি বলেন, ‘তাওহীদি জনতার আন্দোলনের চাপের মুখে সরকার বাধ্য হয়েছে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখতে। এ বিজয় এ দেশের ১৫ কোটি মুসলমানের।
সমাবেশে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা সানাউল্লাহ, আশিক জোবায়ের প্রমুখ।