ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে একটি সরকারি কর্মীবাহী বাসে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২৫ জন।
বুধবার (১৬ মার্চ) কর্মীদের নিয়ে একটি সচিবালয়ের বাস মার্দান থেকে পেশোয়ার যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়ে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। পেশোয়ারের কাছে সুনেহরি মসজিদের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহতদের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানানো হয়েছে খবরে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
পেশোয়ারের পুলিশ সুপার মোহম্মদ কাশিফ জানিয়েছেন, বোমাটি বাসের ভেতরেই স্থাপন করা ছিল। সাধারণত সচিবালয়ের বাস ভেতর থেকে পরীক্ষা করে না নিরাপত্তা বাহিনীর সদস্যরা।