চার শিশু হত্যা মামলার তদন্ত অনেক এগিয়েছে

Slider জাতীয়

images

 

 

 

 

অমর একুশে গ্রন্থমেলা থেকে: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে অপহরণের পর চার শিশু হত্যা মামলার তদন্ত ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলার নজরুলমঞ্চে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চার শিশু হত্যার ঘটনায় বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের গাফিলতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে প্রধান করে গঠিত তিন সদস্যের এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে ষড়যন্ত্র থেমে নেই। এখনও ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সব রকমের ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমাদের দেশটি ধর্ম নিরপেক্ষ। এখানে সবার অধিকার সমান। সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন, এটাই হওয়া উচি‍ৎ।

এর আগে, মন্ত্রী ওমর ফারুকের লেখা ‘ছোট সাহেবের ফাঁসি’ বইটির মোড়ক উন্মোচন করেন। বইটি বেরিয়েছে ভাষাচিত্র থেকে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *