নওগাঁর মহাদেবপুরে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত

Slider জাতীয় বাংলার মুখোমুখি

2015_12_06_11_49_33_c7lMo35JXqQIqMvQywGOmpeqdXJtpE_original

 

নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট আক্তারুল ইসলাম (৩৫) নামে এক যুবক খুন হয়েছে । মহাদেবপুর  উপজেলার খাজুর ইউনিয়নের রাংতোর গ্রামে এ ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার ওসি সাবের রেজা জানান, গ্রামের মৃত খয়বর আলী দুই ছেলে শশিউর রহমান ও আক্তারুল ইসলামের  মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার বিকেলে বিরোধপুর্ন জমিতে সেচ দিচ্ছিল আক্তারুল এ সময় বড় ভাই মশিউর ওই জমি তার দাবী করে ছোট ছোট ভাই আক্তারুলের সাথে কথাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে উত্তেজিত মশিউর ছোট ভাইকে মাথায় কোদালের কোপ দেয়। আক্তারুলকে মারাত্বক জখম অবস্থায় প্রথমে মহাদেবপুর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার ভোর ৫টার দিকে  মারা যায় আক্তারুল। এ ভ্যাপাওে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি সাবের রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *