রাষ্ট্রপতিকে ইউপি নির্বাচনের বিষয় অবহিত করল ইসি

Slider জাতীয়

 

hamied_EC_776793951

 

 

 

 

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক বিষয় রাষ্ট্রপতি আব্দুল হামিদকে অবহিত করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে ঘন্টাব্যাপী বৈঠকে সিইসি’র সঙ্গে  নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী এবং নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে ফিরে সচিব সিরাজুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বর্তমান কমিশনের চার বছর পূর্তি হলো। এছাড়া সামনে ইউপি নির্বাচন। তাই সৌজন্য সাক্ষাতে ইউপি নির্বাচনসহ আগের নির্বাচনগুলো নিয়েও কথা হয়েছে।

তিনি বলেন, আগামী রোববারের (১৪ ফেব্রুয়ারি) মধ্যে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এক্ষেত্রে ৬-৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্চে দুই দফা হবে। অবশিষ্টগুলো এপ্রিলে অনুষ্ঠিত হবে। প্রতি দফায় ভোট হবে ৫ শতাধিক ইউপিতে।

সূত্র বলছে, ২০ থেকে ২৮ মার্চের মধ্যেই দুই দফায় ভোট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *