গ্রাম বাংলা ডেস্ক: রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে বিএনপি বাজারে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪১ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম (৩৫) নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতালে) নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শেরে বাংলানগর থানার ডিউটি অফিসার শামসুল আলম জানান, রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন।
তিনি বলেন, এর চেয়ে বেশি কিছু আমাদের পক্ষে আর জানা সম্ভব হয়নি।