স্বপ্নজাল’ নিয়ে ইলিশ ধরতে চাঁদপুরে…

বিনোদন ও মিডিয়া

2016_02_03_14_09_46_QoDACj3rZJt40JEgBWWX0VOEWHzxA9_original

 

 

 

 

ঢাকা: ‘মনপুরা’ চলচ্চিত্রের পর দীর্ঘবিরতি নিয়ে অবশেষে শুরু হচ্ছে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। আগামী ১০ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে চলচ্চিত্রটির নির্মাণ কাজ। জানা যায়, টানা একমাস চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং চলবে চাঁদপুরে।

নদীতীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা ইলিশ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্রটির গল্প। তাই নদীবেষ্টিত চাঁদপুরকেই চলচ্চিত্রটির দৃশ্যায়নের জন্য বেছে নিয়েছেন নির্মাতা। তবে শুধু চাঁদপুরই নয়, এরপর কলকাতা। সেখানে বাকি চিত্রায়নের পরই শেষ হবে চলচ্চিত্রটির নির্মাণকাজ।  চলচ্চিত্রটিতে পরী মনির বিপরীতে থাকছেন ইয়াশ রোহান

এর আগে এ নির্মাতার ‘মনপুরা’ চলচ্চিত্রটিও নদীঘেঁষা জনপদের গল্পেই নির্মিত হয়। সাম্প্রতিক চলচ্চিত্রের ইতিহাসে দেশের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি ছিলো সেটি। ‘স্বপ্নজাল’ কি ‘মনপুরা’কে অতিক্রম করতে পারবে? নির্মাতা বললেন না কিছুই। উহ্য রাখলেন হাসির ভেতর দিয়ে। শুধু বললেন, দেখুন নির্মাতা হিসেবে আমার সবধরণের চেষ্টা থাকবে। চেষ্টার ত্রুটি রাখছিনা। ‘স্বপ্নজাল’, ‘স্বপ্নজাল’-এর মতোই হবে।’

জানা গেলো, চাঁদপুরে নতুন করে ঘর তোলা হচ্ছে চলচ্চিত্রটির জন্য। ইটের পর ইট গেঁথে নতুন করে বাড়ির আঙিনা তৈরী করা হচ্ছে এমন একটি স্থির চিত্র পাঠালেন চলচ্চিত্রটির নায়িকা পরী মনি। বললেন, ‘দেখুন, ঘর তোলা হচ্ছে নতুন।’

পরী মনিরও আবেগের কমতি নেই। কেননা, এ চলচ্চিত্রটি দিয়ে তার ক্যারিয়ারে বড়ধরণের মোড় ঘুরে যেতে পারে বলে ভাবছেন তিনি। এফডিসিকেন্দ্রীক বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে টানা কাজ করে কিছুটা ক্লান্তও পরী। বললেন, স্বপ্নজাল নিয়েই এখন ভাবছি। প্রস্তুতি নিচ্ছি। চলচ্চিত্রটি নিয়ে প্রত্যাশা অনেক আমার। টানা একমাস শুটিং করতে চাঁদপুর যাচ্ছি।’ লোকেশান নির্মাণের কাজ চলছে

যোগ করে বললেন পরী, ‘সেলিম ভাইর মনপুরায় প্রধান যে দুটি চরিত্র ছিলো তাদের নাম ছিলো পরী এবং সোনাই। মজার ব্যাপার হলো এ সিনেমায় বাস্তবেই প্রধান দুটি চরিত্রের নাম পরী ও সোনাই।’

ইয়াশ রোহান নামের নতুন একজনকে দেখা যাবে পরী মনির বিপরীতে। তার ডাকনামই সোনাই। এ ছাড়া অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ।

ছবিটির সংগীত পরিচালনায় থাকবেন অর্ণব। প্রযোজনায় বেঙ্গল ক্রিয়েশনস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *