ফেসবুক ও জনপ্রিয় ছবি বিনিময়ের মাধ্যম ইনস্টাগ্রামে ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অবৈধ মাদক ও ওষুধ বিক্রির কোনো বিজ্ঞাপনও ফেসবুকে দেয়া যায় না।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অস্ত্র কেনার ওপর নয়া বিধি-নিষেধ আরোপের তিন সপ্তাহ পর এ পদক্ষেপ নেয়া হলো।
এর আগে ফেসবুক পরিচয়পত্র পরীক্ষা-নিরীক্ষা ছাড়া আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে নতুন নিষেধাজ্ঞার উদ্দেশ ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে ব্যক্তি পর্যায়ে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করা।
তবে ব্যবসা প্রতিষ্ঠান ফেসবুক ও ইনস্টাগ্রামে এখনও আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন দিতে পারবে।
বন্দুকবিরোধী সংগঠন ‘এভরিটাউন ফর গান সেফটির’ শ্যানন ওয়াটস বলেন, “ফেসবুক বিপজ্জনক লোকদের অস্ত্র পেতে ‘দুভার্গক্রমে ও অনিচ্ছাকৃত’ অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে।’
সংগঠনটি জানায়, ফেসবুকের মাধ্যমে বন্দুক কিনে হত্যার ঘটনায় তা ব্যবহার করার কমপক্ষে দুটি নজির পাওয়া গেছে। যে কয়টি সংগঠন ফেসবুককে তাদের এ সংক্রান্ত নীতি পরিবর্তনের আহ্বান জানিয়ে আসছিল ‘এভরিটাউন ফর গান সেফটি’ তার মধ্যে অন্যতম।
তবে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন’ অবশ্য বন্দুক নীতি পরিবর্তনের বিরোধিতা করে আসছে। তবে সংগঠনটি এখনও পর্যন্ত ফেসবুকের সিদ্ধান্তের কোন প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, ছবি বিনিময়ের সাইট ইনস্টাগ্রামের মালিকানাও ফেসবুকের। বিশ্বজুড়ে বর্তমানে ১৫৯ কোটি মানুষ ক্যালিফোর্নিয়াভিত্তিক এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেন।