কক্সবাজারের উখিয়ায় চিহ্নিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে উখিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম- আহবায়ক মোহাম্মদ শাহিন (২২) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১ টায়। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে উখিয়া তাঁত ও বস্ত্র মেলায় চলা নগ্ন নাচের আসরে টিকিট বিহীন প্রবেশ নিয়ে ছাত্রলীগ নেতা শাহিনের সাথে উপজেলার সিকদার বিল গ্রামের মো. কালু হাজীর ছেলে চিন্থিত সন্ত্রাসী জাহাঙ্গীর গ্রুপের প্রধান জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১ টার দিকে কলেজ ছাত্রলীগ নেতা শাহিন বাড়ী ফেরার পথে জাহাঙ্গীর গ্রুপের কর্মীরা উখিয়া সদর জামান হোটেলের সামনে তার পথ আটকায়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সন্ত্রাসী জাহাঙ্গীর শাহিনকে উপর্যপূরী ছুরিকাঘাতে করে। স্থানীয়রা মাঠিতে লুটিয়ে পড়া আহত শাহিনকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন জানান, তাঁত শিল্প ও বস্ত্র মেলা মেলা দেখে বাড়ী ফেরার পথে এলাকার চিন্থিত সন্ত্রাসী জাহাঙ্গীরের নেতৃত্বে সন্ত্রাসী ছাত্রলীগ নেতা শাহিনকে উপর্যপুরী ছুরিকাঘাতে করলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গভীর রাতে এক কলেজ ছাত্রের মৃত্যুর কথা তিনি শুনেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।