জয় দিয়েই বিশ্বকাপ শুরু টাইগার যুবাদের

Slider খেলা
bd-bat33-ns_189083_189091
একাদশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রান হারিয়েছে বাংলাদেশের যুবারা।
বুধবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে টাইগাররা।
দলের হয়ে সর্বোচ্চ রান করেন নাজমুল হাসান শান্ত। তার সংগ্রহ ৮৩ বলে তিন ছক্কা আর চার চারে ৭৫ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ করেন জয়রাজ শেখ। ৫০ বলে এক ছয় আর ছয় চারে ৪৬ রান করেন জয়রাজ। উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ করেন ৪৩ রান।
দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার তিনটি এবং সিপামলা, হোয়াইটহেড ও জর্জি একটি করে উইকেট নেন।
বাংলাদেশের দেওয়া ২৪১ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে ৮ বল বাকি থাকতে ১৯৭ রান সংগ্রহ করে প্রোটিয়াদের সব ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। দলের হয়ে সর্বোচ্চ রান  করেন স্মিত। শতক করেই সাজঘরে ফেরেন স্মিত।
টাইগার যুবাদের হয়ে তিনটি করে উইকেট নেন সাইফুদ্দিন ও মেহেদি হাসান মিরাজ। দুইটি করে উইকেটে নিয়েছেন সালেহ আহমেদ শাওন ও সাঈদ সরকার।
এ ম্যাচ দিয়ে টাইগার যুবারা শুরু করে তাদের বিশ্বকাপ অভিযান। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নামিবিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *