রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে টিটু মিয়া নামে এক ব্যবসায়ী অপহরণের ঘটনায় তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গঙ্গানগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার গঙ্গানগর এলাকার হাজী মিয়াজ উদ্দিনের ছেলে জাকির হোসেন, শমসের আলীর ছেলে জহুর আলী ও দড়িকান্দি এলাকার আব্দুল আলীর ছেলে শাখাওয়াত হোসেন।
অপহরণের শিকার টিটু মিয়া জেলার ফতুল্লা থানার পাগলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। রাজধানীর বঙ্গবাজারে তার কাপড়ের ব্যবসা রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ২৫ জানুয়ারি সোমবার বেলা ১১টার দিকে ব্যবসায়ী টিটু মিয়া গঙ্গানগর এলাকা থেকে অপহরণের শিকার হন। পরে অপহরণকারীরা টিটু মিয়ার পরিবারের কাছে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত ওই তিনজনকে আটক করে।
তবে টিটু মিয়াকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।