‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বড় অবদান রাখছে’

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি

112633_Untitled-11

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী বড় অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তারা জীবন বাজি রেখে  দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হতো না। আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  শেখ হাসিনা বলেন, চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন রোধে পুলিশ বড় ভূমিকা রাখছে। গত বছর বিএনপি-জামায়াতের ডাকা লাগাতার হরতাল-অবরোধ চলাকালে পুলিশ যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, তার প্রশংসা করেন তিনি। পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বহুমুখী চ্যালেঞ্জ  মোকাবেলা করে পুলিশকে জনগণের  সেবক হতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে, যেন মানুষ ভরসা পায়। ২০১৫ সালে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে ‘প্রশংসনীয় অবদানের’ স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন।     এবার ১৯ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২৩ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা ও ৪০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পদক দেওয়া হয়। এছাড়া ছয়জনকে দেওয়া হয় মরণোত্তর পদক। প্রধানমন্ত্রী পরে পুলিশ সপ্তাহের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *