গাজীপুর: কারা সপ্তাহ-২০১৬ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (২০ জানুয়ারি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) কাশিমপুর কারাগার পাট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, কারা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আগামীকাল (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে কাশিমপুর কারাগারে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে ইতিমধ্যে সব আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কাশিমপুর কারাগারসহ আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত কয়েকদিন ধরে কারাগারের আশপাশের এলাকা নজরদারিতে রাখছে।