রাবি (রাজশাহী) : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানাকে বহিষ্কার করা হয়েছে। রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগের শৃঙ্খলা ভাঙার দায়ে রাবি বর্তমান ছাত্রলীগ সভাপতি এম মিজানুর রহমান রানাকে অব্যাহতি দেয়া হয়েছে। শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগে শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো জায়গা কখনো হয়নি। এখনও তার ব্যতিক্রম হবে না।
নতুন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, আমাকে কেন্দ্রীয় কমিটি থেকে এই খবর জানানো হয়েছে। আমি আমার দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করব।
এর আগে, পূর্ব শত্রুতার জের ধরে মিজানুর রহমান রানার অনুসারীরা ছাত্রলীগের কর্মী বনিকে রড দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ক্যাম্পাসে এখনো আতঙ্ক বিরাজ করছে।