বরগুনা: বরগুনা শহরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে রোববার(১৭ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের হরতালের ডাক দিয়েছে বরগুনা চেম্বার অব কমার্স।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় বরগুনা জেলা চেম্বার অব কমার্সের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বরগুনা জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর কবির বলেন, যতক্ষণ পর্যন্ত এই হামলার সঙ্গে জড়িতদের আটক করা না হবে, ততক্ষণ পর্যন্ত বরগুনা শহরে হরতাল পালিত হবে। হরতালে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
তিনি আরও বলেন, হরতালে ওষুধের দোকান খোলা থাকলেও আগামীকালের(রোববার) হরতালে কোনো দোকানপাটই খোলা থাকবে না। সেই সঙ্গে এই হামলাকারীদের মদদ দাতা ও পৃষ্টপোষকদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এর আগে, সকালে শহরের তালুকদার ক্লথ স্টোর ও তাদের বসতবাড়িতে হামলা চালায়। এঘটনায় চারজন আহত হন।