খুলনা: খুলনায় ম্যানহোল থেকে হাত পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর খান জাহান আলী সড়কে সরকারি সুন্দরবন সড়কের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরুজ্জামান মিঠু জানান, মরদেহটি ম্যানহোলের মধ্যে বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। মরদেহের শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন আগে ওই নারীকে হত্যা করে ম্যানহোলে ফেলে দেওয়া হয়েছে।