মহানবী (সা.)-এর পায়ের ছাপ সংবলিত পাথর চুরি

Slider জাতীয়
 bg_islam_518896966

 

 

 

 

ছবি : প্রতীকী

ভারতের বিহারের ঐতিহ্যবাহী পীর দামারিয়া মসজিদ থেকে চুরি হয়ে গেছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৪০০ বছরের অধিক পুরনো ‘পায়ের ছাপ’ সংবলিত একটি পাথর। ঐতিহাসিক ওই পাথরে মহানবী (সা.)-এর পদচিহ্নের ছাপ ছিলো।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ওই মসজিদে বার্ষিক ওরস মাহফিল চলার সময়ে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটসম্যান ও এশিয়া নিউজ নেটওয়ার্ক।

মসজিদ পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, মোগল আমলে আরব থেকে ওই মসজিদে মহানবী (সা.)-এর পদচিহ্নটি আনা হয়।

৪০০ বছর আগে আনা মহানবী (সা.)-এর পবিত্র পদচিহ্নযুক্ত পাথরটি পীর দামারিয়া মসজিদে জনগণের দর্শনের জন্য রাখা ছিল। ওরস মাহফিল চলাকালে চোরেরা সুযোগ বুঝে মহামূল্য নিদর্শনটি চুরি করে পালিয়ে যায়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মনু মহারাজ জানিয়েছেন, চুরির ঘটনাটি জনগণের মধ্যে জানাজানি হলে তারা ক্ষোভে ফেটে পড়ে। পরে পুলিশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা শান্ত হয়। মূল্যবান ওই পদচিহ্নটি উদ্ধারে একটি বিশেষ তদন্ত দলও গঠন করেছে পুলিশ।

আন্তজার্তিক বাজারের বিভিন্ন ঐতিহাসিক বস্তুর চাহিদা থাকায় ভারতের বিভিন্ন মন্দির-মসজিদ থেকে মূল্যবান বস্তু চুরির ঘটনা বেড়েছে। এরই সূত্র ধরে মূল্যবান পাথরটি চুরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *