প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি জেলায় সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সরকার। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ইউজিসির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পরপরই নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন তিনি। এর ধারাবাহিকতায় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে তার সরকার। মেধা বিকাশের সুযোগ পেলে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে অবদান রাখতে সক্ষম হবে।