ফের মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি  

Slider গ্রাম বাংলা জাতীয় রাজনীতি

 

108958_lead
আওয়ামী লীগ ও বিএনপি আগামী ৫ই জানুয়ারি ঢাকায় একই স্থানে পাল্টাপাল্টি জনসভার কর্মসূচী ঘোষণা করেছে। সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তিতে ৫ই জানুয়ারি রাজধানীতে ১৭টি স্থানে একযোগে সমাবেশ করবে আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক আব্দুস সোহবান গোলাপের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ৫ই জানুয়ারিকে এবারও ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করবেন। ঐদিন তারা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি নিয়েছেন। উল্লেখ্য ২০১৪ সালের ৫ই জানুৃয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান মহাজোট সরকার দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় আসে। বিএনপি ঐ নির্বাচন বর্জন করেছিল। মির্জা ফখরুল জানিয়েছেন, তারা জনসভার জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। উল্লেখ্য গত বছর ৫ই জানুয়ারি ঘিরে ঢাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। সরকার বিএনপিকে জনসভার অনুমতি না দেয়ায় দলটি টানা অবরোধ কর্মসূচির ডাক দেয়। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *