নৌকায় ভোট পড়েছে ৫২%, ধানের শীষে ২৮%

Slider জাতীয়

 

2015_12_31_02_51_11_JB2b0sTz4HBJBcK2O3QAH8oRPUutou_original

 

 

 

 

ঢাকা : সদ্য হয়ে যাওয়া ২৩৪ পৌরসভা নির্বাচনের মধ্যে ২০৭ পৌরসভায় প্রায় ৭৪ শতাংশ ভোট পড়ে। এসব পৌরসভার মোট প্রদত্ত ভোটের ৫২ শতাংশ পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ (নৌকা)। আর বিএনপি (ধানের শীষ) পেয়েছে মাত্র ২৮ শতাংশ। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটারসহ ফল পর্যালোচনা করে দেখা গেছে, এবার অন্তত ১৯৯ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা ভোট পেয়েছেন ২২ লাখ ৪ হাজার ৯। যা মোট প্রদত্ত ভোটের ৫১ দশমিক ৫৭ শতাংশ। বিএনপি প্রার্থীরা পেয়েছেন ১২ লাখ ৩ হাজার ২৫৯ ভোট। যা প্রদত্ত ভোটের ২৮ দশমিক ১৫ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। জয়ী হওয়া অন্তত ২১ প্রার্থী ভোট পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫৩২টি।

জাতীয় পার্টির ৫২ প্রার্থী পেয়েছেন মাত্র ৫৯ হাজার ৪৬৪ ভোট। এর মধ্যে জয়ী হওয়া নাগেশ্বরী পৌরসভায় জাপার মেয়র আব্দুর রহমান মিয়া একাই পেয়েছেন ১০ হাজার ২৪৩ ভোট।

উল্লেখ্য,গত ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। বেশিরভাগ কেন্দ্রেই ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীরা অনেক বড় ব্যাবধানে বিজয়ী হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ ১৭৭, বিএনপি ২২, অন্যান্য ১২ (বিদ্রোহী ও স্বতন্ত্র) এবং জাতীয় পার্টি ১ জন করে মেয়র পেয়েছে।

সংঘর্ষ ও অনিয়মের কারণে ৬টি পৌরসভার ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া ৭টি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *