গাজীপুরে তুরাগ পাড়ে ৭১ কিঃ মিঃ মানববন্ধন অনুষ্ঠিত

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা জাতীয়

20151226_110158

 

 

 

 

 

 

 

মোস্তফা কামাল  গাজীপুর অফিস: : দূষন ও দখল থেকে নদী রক্ষায় তুরাগের ৭১ কিঃ মিঃ তীরে মানব বন্ধন হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ওই অনুষ্ঠান করে।

তুরাগ তীরের মোট ১৫টি পয়েন্টে ৭১ কিঃ মিঃ এর মধ্যে হাজারো জনতা বিচ্ছিন্নভাবে ব্যানার হাতে নদীর পাড়ে দাঁড়িয়ে ওই মানববন্ধন করেন। পয়েন্টগুলো হলো কালিয়াকৈর বাজার পশ্চিম(তুরাগের উৎস এলাকা), বড়ৈবাড়ি বাজার(তুরাগ ব্রীজ), মকশ বিল এলাকা(লাল খাঁর কোম), চা বাগান বাজার(দক্ষিন), মির্জাপুর বাজার(পশ্চিম), কারখানা বাজার (পশ্চিম), কড্ডা বাজার(তুরাগ ব্রীজ), কাশিমপুর বাজার ঘাট, বাসন ও ইসলামপুর(ঢঙ্কার বিল), গাছা(ইছর কান্দি), টঙ্গী ব্রীজ, ইজেতমা মাঠ(দক্ষিন পশ্চিম), কামার পাড়া ব্রিজ,আশুলিয়া (তুরাগ থানা), আমিন বাজার ব্রিজ ও বাসিলা ব্রিজ।

মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি মোঃ আনোয়ার সাদত, সহসভাপতি মনির হোসেন, এ্যাড. খন্দকার আমিনুল হক টুটুল, সাধারণ সম্পাদক এড. মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ মনোয়ার হোসেন রনি, ফেডরিক মুকুল বিশ্বাস, অর্থ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সবুজ,তুরাগ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব ও গাজীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহবায়ক মিহির বিশ্বাস, নদী বাাঁচাও আন্দোলনের ঢাকা মহানগর শাখার সভাপতি ব্যারিষ্টার কাজী আকতার হোসেন প্রমূখ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *