চিনি আমদানিতে ১৫% ভ্যাট বসিয়েছে এনবিআর

Slider অর্থ ও বাণিজ্য

 

2015_09_08_22_28_28_UO5ogW01BV8wG84F41E0j56UVRk7eI_original

 

 

 

 

ঢাকা: দেশীয় চিনি শিল্প সুরক্ষায় চিনি আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার কারণে এ পণ্যের ট্যারিফ মূল্যও বৃদ্ধি করা হয়েছে।

সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (কাস্টমস) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে নির্মাণ সংস্থা, প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ক্রয় ও নির্মাণ সংশ্লিষ্ট কনসালটেন্সি সার্ভিসের ওপর মূসক থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (কাস্টমস) অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধিত, অপরিশোধিত চিনি আমদানিতে ১৫ শতাংশ মূসক দিতে হবে। আর পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি ট্যারিফ মূল্য ৪০০ থেকে ৪৩০ মার্কিন ডলার ও অপরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি ট্যারিফ মূল্য ৩২০ থেকে ৩৫০ মার্কিন ডলার করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মূসক আরোপ ও ট্যারিফ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া গত ২১ ডিসেম্বর এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামের ‘আঞ্জুমান জে আর টাওয়ার’ নিমার্ণে ৩ কোটি ৪৩ লাখ টাকা মূসক অব্যাহতি দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আঞ্জুমান মুফিদুল ইসলাম জনকল্যাণমূলক সংস্থা। ভবন নির্মাণ কাজের ওপর মূসক অব্যাহতি প্রদান করলে এর নির্মাণ ব্যয় হ্রাস পাবে। এতে উপকৃত হবে দেশের দরিদ্র মানুষ। মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ধারা ১৪(২) অনুযায়ী সংস্থাটির প্রস্তাবিত ‘আঞ্জুমান জে আর টাওয়ার’ নির্মাণের ক্ষেত্রে ‘নির্মাণ সংস্থা’ বাবদ এবং প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ক্রয় ও নির্মাণ সংশ্লিষ্ট কনসালটেন্সি সার্ভিসের বিপরীতে ৩ কোটি ৪৩ লাখ টাকার মূসক অব্যাহতি প্রদান করা হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *