ইন্দোনেশিয়ায় ফেরি ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩

Slider সারাবিশ্ব

indonisia_300017800

 

 

 

 

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষের বারত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা প্রধান বামবাং সয়লিস্তয় শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে বলেন, দুর্ঘটনায় ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪০ জন জীবিত। যাত্রীদের সংখ্যা সঠিক হলে এখনও ১৫ জন নিখোঁজ।

এদিকে ফেরির এক অপরেটর জানান, ১১৬ জন আরোহী নিয়ে ফেরিটি দুর্ঘটনায় পড়ে। তবে সয়লিস্তয় জানান, তালিকায় ক্যান্টিনের দুই স্টাফকে অন্তর্ভুক্ত করা হয়নি।

নিখোঁজদের উদ্ধারে নেভি জাহাজ, এয়ারক্র্যাফ্টসহ ১০টি নৌযান অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। শনিবার (২৬ ডিসেম্বর) নাগাদ অনুসন্ধান কার্যক্রম শেষ হবে উল্লেখ করে সয়লিস্তয় বলেন, প্রয়োজনে সময় বাড়ানো হবে।

গত শনিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) সুলাওয়েসি দ্বীপের দক্ষিণ সুলাওয়েসির ওয়াজো এলাকার কাছে ফেরিটি ডুবে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *