কাল সারাদেশে শিবিরের বিক্ষোভ

Slider রাজনীতি

106107_shibir

 

সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং সন্ধানের দাবীতে আগামীকাল ১৫ই ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিবির। আজ শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষনা করেন। তারা বলেন, জয়পুরহাট জেলা সভাপতি আবু যর গিফরী ও সেক্রেটারী ওমর আলী গত ৮ই ডিসেম্বর রাত সাড়ে ১০টায় জয়পুরহাট বাসষ্টান্ড থেকে হানিফ বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা ঢাকার আব্দুল্লাহপুর এসে পৌছালে পুলিশ তাদের বাস থেকে নামিয়ে  গ্রেপ্তার করে। এর পর থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাদের সন্ধানে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তারের কথা অস্বীকার করে আসছে। নিরাপরাধ ছাত্রদের গ্রেপ্তার করে অস্বীকার করা বাংলাদেশের প্রচলিত আইনের চরম লংঘন। আইনের রক্ষকদের এমন বেআইনি আচরণ কোন ভাবেই কাম্য নয়। শিবির নেতারা বলেন, ইতিপূর্বে দেশের বিভিন্ন স্থানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারের পর অস্বীকার করে কথিত বন্দুক যুদ্ধের নামে নিরাপরাধ মেধাবী ছাত্রদের হত্যা করেছে। যাদের বেশির ভাগই শিবিরের নিরাপরাধ নেতাকর্মী। যা আমাদের উদ্ধেগকে বাড়িয়ে দিয়েছে। সংগত কারণেই তার পরিবারের সঙ্গে সঙ্গে আমরাও তাদের জীবন নিয়ে শঙ্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *