গাজীপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট-ডিবিসহ ৫ প্রতারক আটক

Slider জাতীয়

image_280484.atok

 

 

 

 

 

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ ও ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী এক নারীসহ ৫ প্রতারককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুর জেলা ডিবি পুলিশের (এসআই) আব্দুল আলিম এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার মৃত আবদুল মান্নানের ছেলে আবুল বাশার (৪৯), চাঁদপুরের হাজীগঞ্জের আবুল বাশারের ছেলে শাহ আলম মিয়া (৪২), বাগেরহাটের চরকুলিয়া গ্রামের নান্না মিয়ার ছেলে মনিরুল ইসলাম (৪৫), গাজীপুরের কাউলতিয়া এলাকার বাবুল সরদারের মেয়ে সারমিন সুলতানা (২৭) ও মাইক্রোবাস চালক মো. রজব আলীর ছেলে আব্দুল হালিম (২৩)।

এস আই আব্দুল আলিম জানান, সোমবার (০৭ ডিসেম্বর) দিনগত রাতে কাপাসিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আটকদের কাছ থেকে ‘আইপিসিএস’ নামে একটি অনলাইন পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্র জানায়, আটকরা সোমবার কাপাসিয়া বাজার ও আশপাশ এলাকায় শীতলক্ষ্যা হাসপাতাল, কেথারসিস হাসপাতাল, মিষ্টির দোকানসহ কয়েকটি প্রতিষ্ঠানে নিজেদের কখনও ডিবি পুলিশ, ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবি করেন।

অন্যথায় মোবাইল কোর্ট চালিয়ে জরিমানা আদায় ও পত্রিকায় নিউজ করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করেন তারা।

পরে খবর পেয়ে রাত ১১টার দিকে কাপাসিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *