ঢাকা ও চট্টগ্রাম পর্ব মিলিয়ে ইতিমধ্যেই হয়ে গেছে ২০ টি ম্যাচ। চট্টগ্রাম ঘুরে আবারো ঢাকার মাঠে ফিরে আসছে বিপিএলের তৃতীয় আসর। রোববার প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের তলনীতে থাকা সিলেট সুপারস্টার্সের মুখোমুখি হচ্ছে টেবিলের দুইয়ে থাকা বরিশাল বুলস। অপর ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস।
ছয় ম্যচের পাচঁটিতে হেরে সেমিতে খেলার আশা প্রায় শেষ সিলেট সুপার স্টার্সের। তবুও দুই পাকিস্তানি আফ্রিদি ও সোহেল তানভিরের ফর্মের ভরসায় আছে তারা। গাণিতিক মারপ্যাচে টুর্নামেন্টে লাইফ লাইন খুঁজছে মুশির দল। অন্য দিকে বুলস আছে ফুরফুরে মেজাজেই। মেগা স্টার ক্রিস গেইলের অন্তর্ভুক্তি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বহুগুন।
রোববারের দ্বিতীয় ম্যাচে নিজেদের আরো উপরে তুলে নেয়ার মিশনে নামবে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। সাত ম্যাচে ৪ জয়ে টেবিলের তিনে সাকিবের রংপুর। অন্যদিকে সাঙ্গাকারার নেতৃত্বে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে পরের স্থানেই ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রাম পর্বটা ভালো না গেলেও লিগের তৃতীয় পর্বটা জয় দিয়েই শুরু করতে চায় ঢাকাইয়ারা।
শেষ পর্বে শেষ চারের বাঁচা মরার লড়াই, ফেভারিট চার দল। তবে চমকে দিতে পারে সিলেট ও চট্টগ্রাম। সবমিলিয়ে টি টোয়েন্টির সবগুলো উপাদান নিয়েই আবারও প্রস্তুতি বিপিএল থ্রি।