লাশ

গ্রাম বাংলা জাতীয় সারাবিশ্ব সাহিত্য ও সাংস্কৃতি

10428568_515954635171795_7904561860960641279_n
—–মমিনুল ইসলাম

মৃত্যুর সাথে সাথেই আমাদের নাম
হয়ে যায় “লাশ”
লোকে বলবে “লাশের পা টা একটু
সোজা করেন” “লাশকে একটু
বরফে রাখলে ভালো হয়”
“লাশকে কবরে নেয়ার সময় হইছে। তখন
কেউ আর ডাক নাম ধরে ডাকবেনা,
ডাকবেনা ম্যাডাম বা স্যার বলে,
বলবে শুধুই একটা লাশ। অনেকে আবার
চেহারাটা ও দেখবেনা, রাতে ভয়
পাবে বলে।যদি ও আপনার
জীবত অবস্থায় আপন রুপ ছিল অতুলনীয়।
আসলে কতইনা কষ্টের হবে সেই সময়টা,
যখন আপনার আপনজনই
আপনাকে,কাধে নিয়ে আপন ঘর
থেকে আপনাকে বের করে দিবে, বাড়ীর
পাশে, অন্ধকার একটা যায়গার
দিকে নিয়ে যাবে। যেই জায়গার পাশ
দিয়ে, হয়ত আপনি, হাজারো বার,
বন্ধু
নিয়ে, হাসতে হাসতে, পথ চলে ছিলেন।
কতইনা অসহায় হবে,
আমরা সেই দিন, দেখব, শুনব, কিন্তু
কিছুই বলার
থাকবে না। ইয়া আল্লাহ,
আমরা শিকার করছি, অমরা অনেক
গুনাহগার, এই জীবনে, বুঝে, না বুঝে,
অনেক অপরাধ করেছি, কিন্তু
তুমিতো দয়াবান, আল্লাহ
আমরা সকল পাপ থেকে, তোমার
দরবারে তওবা করছি,
তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।
(আমিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *