মিয়ানমারে গণতন্ত্রের জয় হলো

Slider সারাবিশ্ব

Suu+Kyi+speaks+to+supporters

 

 

 

 

ক্ষমতাসীন সেনা সমর্থিত ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টিকে (ইউএসডিপি) হারিয়ে জয় পেছে মিয়ানমারের পার্লামেন্ট নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি)।

সোমবার ইউএসডিপির ভারপ্রাপ্ত প্রধান তাই উউ পরাজয় স্বীকার করেন। ফলে দেশটিতে পাঁচ দশকের বেশি সময় ধরে চলে আসা সেনা শাসনের অবসান ঘটলো। একই সঙ্গে দেশটিতে সু চির নেতৃত্বে গণতন্ত্রের নবযাত্রা শুরু হলো। খবর দ্য গার্ডিয়ান।

ইউএসডিপির ভারপ্রাপ্ত প্রধান বলেন, আমরা হেরে গেছি। একইসঙ্গে মিয়ানমারের ঐতিহাসিক এ নির্বাচনে ক্ষমতাসীনদের পরাজয়ের কারণ অনুসন্ধান করা হবে বলে তিনি জানান।

এর আগে সোমবার সকালের দিকে মিয়ানমারের পার্লামেন্ট নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৮০ ভাগ ভোট পেয়েছে বলে দাবি করেছে। ইয়াংগুনে এনএলডির কার্যালয়ে দলটির মুখপাত্র ইউ উইন তেইন প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে এ দাবি করেছেন।

রোববার স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই দেশটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মিয়ানমারের এবারের নির্বাচনে ৪৯৮ আসনের বিপরীতে ছয় হাজারেরও বেশি প্রার্থী এবং ৯১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। এর মধ্যে দেশটির সংবিধান অনুযায়ী ১১০টি আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। তবে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সেনা সমর্থিত ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি পার্টি ও এনএলডির মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *