শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ি এলাকায় এই দুর্ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জেলা পুলিশ সুপার মইনুল হক জানান।
নিহতদের মধ্যে শুধু তিন জনের নাম জানা গেছে। এরা হলেন- আব্দুল মোতালেব (৪০), ফজলুল হক (৪৭) ও নওশেদ (৩৫)।
পুলিশ সুপার মইনুল বলেন, ময়মনসিংহ থেকে ঢাকামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো একটি বালু ভর্তি ট্রাককে সজোরে ধাক্কা দিলে দুটিই উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
“এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীর এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।”
আহতরা সবাইকে একই হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।