আগৈলঝাড়ায় মহাসড়কের উপর ঠিকাদার পাথর রাখায় প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা

Slider ফুলজান বিবির বাংলা বরিশাল

Photo- Agailjhara- 01-11-15

 

 

 

 
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় মহাসড়ক উপর ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক নির্মাণের জন্য পাথর স্তুপ করে রাখায় প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। অভিযোগের পরেও উপজেলা এলজিইডি বিভাগ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

স্থানীয়সূত্রে জানা গেছে, সওজ’র অধীনে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার গৈলায় সিপাহী আলাউদ্দিন সড়কের দুদিয়ারপাড় বাইতুল আমান জামে মসজিদ থেকে বড়ইতলা পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ফয়েজ শরীফ নামের এক ঠিকাদার কাজটি বাস্তবায়ন করছে। এ কাজের জন্য গত ৬মাস ধরে পাথর এনে মহাসড়ক জুড়ে স্তুপ করে রাখে ঠিকাদারী প্রতিষ্ঠান। যার কারণে যানবাহন চলাচলে সমস্যাসহ রাতে অন্ধকারে অহরহ ঘটছে দূর্ঘটনা। ওই স্থানে গত মঙ্গলবার (২৭ অক্টোবার) রাতে আগৈলঝাড়ার ব্যবসায়ী গিয়াস উদ্দিন হাওলাদার ও সাংবাদিক অপূর্ব লাল সরকার দূর্ঘটনার শিকার হন। স্থানীয়দের অভিযোগের পরেও উপজেলা এলজিইডি বিভাগ থেকে ঠিকাদারের বিরুদ্ধে াদ্যাবধি কোন ব্যবস্থা নেয়নি। এব্যাপারে ঠিকাদার ফয়েজ শরীফ সাংবাদিকদের জানান, মালামাল স্তুপ করার পর পরই বৃষ্টি থাকায় কাজ আরম্ভ করতে পারিনি। এব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন বলেন, দূর্ঘটনা জানার পর ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুতগতিতে কাজ করার জন্য বলা হয়েছে। কাজ শুরু করা না হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *