কালিয়াকৈরে ৮০ হাজার টাকায় ৪ ডাকাত মুক্তি,এলাকাবাসীর ক্ষোভ

জাতীয়

20140717_103128
কালিয়াকৈর করেসপনডেন্ট
গ্রাম বাংলা নউজ২৪.কম
কালিয়াকৈর(গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডুবাইল-পুড়াটেংগরী  আঞ্চলিক সড়কে ডুবাইল চরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বুধবার ভোর রাতে ডাকাত দলের চার সদস্যকে আটক করে এলাকাবাসী।

ডাকাত দলের সদস্যরা স্থানীয় ইউপি সদস্যের কাছের লোক বলে ৮০ হাজার টাকা জরিমানা করে তাদের মুক্তি দেয় গ্রাম্য শালিসে মেম্বার ও  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

ডাকাত সদস্যরা হলেন, মোঃ মহর আলী ছেলে হেলাল উদ্দিন (৩০), হাসেন আলীর ছেলে  আব্দল লতিফ (২৮), ফালু বেপারী ছেলে শরীফ উদ্দিন (২৬) ও নায়েব আলীর ছেলে নজরুল (২৮)। এরা সকলে বাড়ি কালিয়াকৈর উপজেলার নিশিনডাটি চরপাড়ার গ্রামে।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, হেলাল, লতিফ, শরীফ, নজরুলসহ একদল ডাকাত উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। গত ১২ জুলাই রাত ১০টার দিকে ডুবাইল-পুড়াটেংগরী আঞ্চলিক সড়কের নিশিন্দাহাটি এলাকায় পার্শবর্তী ডুবাইল এলাকার গো-ব্যবসায়ী ছাত্তার হোসেনকে দেশী অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৭ হাজার টাকা ও মোবাইল সেট লুট করে ওই ডাকাতদল। ছত্তর হোসেন ডাকাতদলের কয়েকজন সদস্যকে চিনতে পেরে এলাকার গন্যমান্য ব্যক্তি, মেম্বার আক্তার হোসেন ও  ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান ইছামউদ্দিনকে জানান। কিন্তু চিহিৃত ডাকাত দলের সদস্যের কোনো বিচার হয়নি। প্রতিদিনের মতো বুধবার রাতেও ওই ডাকাত দল ডুবাইল চরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী ডাকাত দলের চার সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ডাকাতদলের নিকটতম আতœীয় ইউপি সদস্য আক্তার হোসেন তাদেরকে পুলিশে না দিয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে গ্রাম্য শালিশের আয়োজন করেন। শালিসে চার ডাকাত সদস্যকে ৮০ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেয়। তবে জরিমানার টাকা কোথায় আছে কারো জানা নেই। এদিকে ডাকাত সদস্যদের পুলিশে না দেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
এব্যাপারে ইউপি সদস্য আক্তার হোসেন বলেন, বিচার কইরা কিছু মারধর কইরা ছাইড়া দিছি। বুঝেনইতো, কি হইবো নিউজ কইরা।

ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছামউদ্দিন টাকা জরিমানার কথা অস্বীকার করে বলেন, গ্রাম্য শালিসের মাধ্যমে ওই ডাকাত সদস্যদের সমাধান করে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ডাকাতদলের চারজনকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান মেম্বাররা স্থায়ীভাবে বিচার করেছেন। তবে ওই ডাকাত সদস্যরা এর আগেও ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *