ভাওয়াল গড় ও জামাকার যৌথ আলোচনা সভা ও ইফতার

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা বাংলার সুখবর বাধ ভাঙ্গা মত সারাদেশ

g4DSC07227

মোঃ জাকারিয়া/ মোস্তফা কামাল
গ্রাম বাংলা নিউজ ২৪.কম
গাজীপুর অফিস : ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন ও জাতীয় মানবাধিকার কাউন্সিল(জামাকা) গাজীপুর জেলা শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহসপতিবার বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত গাজীপুর শহরের অভিজাত চাইনিজ রেষ্টুরেন্ট ফেনটমে ওই অনুষ্ঠান হয়।

“বন ধ্বংসও মানবাধিকার লংঘন” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্বে করেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার আলহাজ এস এম মুজিবুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কাউন্সিল(জামাকা) গাজীপুর জেলা শাখার সভাপতি সিনিয়র এড.মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের বিশেষ পুলিশ সুপার(ডআইওওয়ান) মোঃ জসিম উদ্দিন। বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন কানাডার ব্রক বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত মোঃ ফিরোজ আলম।

g1

শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের মহাসচিব ও জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এ কে এম রিপন আনসারী।

ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন রনির সঞ্চালনায় ও যুগ্ম মহাসচিব ফেডরিক মুকুল বিশ্বাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ঠ গীতিকার এড.ইস্তেকবাল হোসেন নওরোজ, গাজীপুর সিটিকর্পোরেশনের কাউন্সিলর মাহবুবুর রহমান খান শিপু, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখার নির্বাহী সদস্য এড. আনোয়ার হোসেন,  দৈনিক জনসংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজুল হক, সপ্তাহিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, ঐতিহ্যৃ সংরক্ষন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, জাতীয় মানবাধিকার কাউন্সিল জামাকার গাজীপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী মোস্তফা হোসেন আজাদ ও জাতীয় প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন প্রমূখ।
g2

এছাড়া উভয় সংগঠনের গাজীপুর জেলা, মহানগর, সকল উপজেলা শাখাও ইউনিয়ন শাখার নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের সদস্য ও জাতীয় মানবাধিকার কাউন্সিলের গাজীপুর বারের সাধারণ সম্পাদক পারভিন আক্তার, জাতীয় মানবাধিকার কাউন্সিলের গাজীপুর জেলা শাখার সম্মানিত সদস্য মোঃ রায়হান এবং ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের কেন্দ্রিয় সদস্য হুমায়ূন বিন হানিফকে পরিচয় পত্র দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *