মুদ্রাপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান বুধবার এ মামলায় মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৯ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন।
দুদকের দায়ের করা এ মামলায় ২০০১ থেকে ২০০৬ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে এই বিএনপি নেতার বিরুদ্ধে।
২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ১৪ অগাস্ট মামলার অভিযোগপত্র দেয় দুদক।
মামলার এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত আট লাখ চার হাজার ১৪২ পাউন্ড যুক্তরাজ্যের লয়েড ব্যাংকে তার ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ অ্যাকাউন্টে জমা করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।