টঙ্গীতে বাসের নিচে ঝাঁপিয়ে পড়ে এক নারীর আত্মহত্যা

Slider গ্রাম বাংলা

গাজীপুর: টঙ্গীতে চলন্ত বাসের নিচে ঝাঁপিয়ে পড়ে জাহানারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী আত্মহত্যা করেছেন।

রবিবার (৩ আগস্ট) সকালে গাজীপুরা-সাতাইশ রোডের খরতৈল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মোছা: জাহানারা বেগম (৬০)। তিনি

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গাংগাইল গ্রামের মৃত মো:আব্দুল খালেকের স্ত্রী। তার ২ ছেলে ও ১ মেয়ে। বর্তমানে তিনি টঙ্গী পশ্চিম থানার ২৭ রোডের মদিনা পাড়া এলাকায় বসবাস করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৬টার দিকে খরতৈল এলাকার মিথিলা এন্টারপ্রাইজের সামনের সড়কে এলোমেলো ভাবে হাঁটছিলেন অজ্ঞাতনামা ওই বৃদ্ধা নারী। হঠাৎ করে সড়কে নেমে চলন্ত বাসের নিচে ঝাপিয়ে পরেন তিনি। এসময় বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কেন বা কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় এলাকাবাসী ও পুলিশ। নিহতের পরনে ছিল খয়েরী রং এর শাড়ি ও লাল রং এর ব্লাউজ।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধারপূর্বক আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের ছেলের বরাত দিয়ে ওসি জানান, ভিকটিমের রাতে ঘুম হত না। অনেকটা ভারসাম্যহীন ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *