সারাদেশে জামায়াতের বিক্ষোভ আগামীকাল

Slider রাজনীতি

98670_jmt

 

২০০৬ সালের ২৮শে অক্টোবরের ঘটনার প্রতিবাদে আগামীকাল সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষনা করেন। তিনি বলেন, সেদিন বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা লগি-বৈঠা নিয়ে হামলা চালিয়ে ৬ নেতা কর্মীকে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে উল্লাস নৃত্য করেছে। যা দেশের রাজনীতির ইতিহাসে এক কালো এবং কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি করেছে। তিনি বলেন, আজও ২৮শে অক্টোবরের খুনীদের বিচার হয়নি। ওই হত্যাকান্ডের নায়কদের বিচারের লক্ষ্যে জামায়াত মামলা করেছিল। কিন্তু বর্তমান সরকার আসামীদের বাঁচানোর জন্য সেই মামলা তুলে নিয়েছে। বারবার হত্যাকারীদের বিচারের দাবি জানানো সত্ত্বেও সরকার তাতে কর্ণপাত করছে না। সেই দিন যারা নিহত হয়েছেন তাদের পিতা-মাতা আত্মীয়-স্বজন আজও ২৮শে অক্টোবর এলে শোকে চোখের পানি ফেলে, হত্যাকারীদের বিচারের দাবি জানায়। সেই হত্যাকা-ের নায়ক ও পৃষ্ঠপোষকরাই বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত। তাই সে হত্যাকা-ের বিচার হচ্ছে না। বিচারের বাণী আজ নিরবে-নিভৃতে কাঁদে। ডা: শফিক বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে অগণতান্ত্রিক ও অবৈধ সরকারকে ক্ষমতায় আনার জন্যই ২৮শে অক্টোবরের নারকীয় হত্যাকা- সংঘটিত করা হয়েছিল। সেই অবৈধ সরকারের সহযোগীতায় ও পৃষ্ঠপোষকতায় বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েছে। সরকার গণতন্ত্র হত্যা করে জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দিয়ে দেশকে রাজনীতি শূন্য করার ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র রুখে দাঁড়াবার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *