গাজীপুরে ৩০ হাজার শিক্ষককে রাজপথে নামানোর চেষ্টা, হুমকির মুখে শিক্ষার্থীরা!

Slider শিক্ষা


গাজীপুর: একজন শিক্ষা কর্মকর্তার ব্যাক্তিগত দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালে ও উচ্চ আদালতে একটি রীট মামলা চলমান অবস্থায় গাজীপুরে ৩০ হাজার প্রাথমিক স্তরের শিক্ষকদের রাজপথে আন্দোলনে নামানোর চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র।

অনুসন্ধানে জানা যায়, গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন একাধিক শিক্ষক। অভিযোগটি সংশ্লিষ্ট অধিদপ্তর তদন্ত কমিটি করে তদন্ত করছে। ইতোমধ্যে তদন্ত কাজও শুরু হয়েছে। কিন্তু অভিযোগকারীদের নানাভাবে হয়রানী ও হেনস্তা করে উত্তেজিত করার মাধমে রাজপথে নামাতে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়ভাবে কাজ করছে। জানা গেছে, অভিযোগকারীদের মধ্যে একাধিক সংবাদকর্মীদের পুলিশ ডেকে নিয়ে বাদীর সাথে জোরপূর্বক আপোষ করানোর চেষ্টা করছেন। ৩ জুলাই তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে আসলে কতিপয় বহিরাগত লোক স্বাক্ষ্য দিতে আসা শিক্ষকদের কয়েকজনকে আটকে রেখে মারধর ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। তারা পুলিশের ভয় দেখিয়ে স্বাক্ষ্য না দিতে শিক্ষকদের হুমকি ধমকিও দেয়। সিন্ডিকেটের মদদে অভিযোগকারীদের জোরপূর্বক আপোষ করতে পুলিশের একাধিক টিমও কাজ করছে। সংঘবদ্ধ চক্রের মধ্যে আওয়ামীলীগ আমলের প্রভাবশালী কয়েকজন সাংবাদিকও কৌশলে শিক্ষকদের নির্যাতন করে আন্দোলন করতে বাধ্য করছেন। দুর্নীতি অনিয়ম ধামাচাপা দিতে ও সরকারী তদন্তকাজ বাঁধাগ্রস্থ করতে ওই সিন্ডিকেট সক্রিয়ভাবে কাজ করছে। তারা শান্তিপূর্ণ একটি সরকারী কাজকে পুঁজি করে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য্য বর্তমান সরকারের বিরুদ্ধে ৩০হাজার শিক্ষকদের রাজপথে নামানোর চেষ্টা করছে এই সিন্ডিকেট। কিন্তু শিক্ষকেরা তাদের ফাঁদে পা না দিয়ে ন্যায় বিচারের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। ইতোমধ্যে যুগান্তর, সমকাল, কালের কন্ঠ সহ অসংখ্য পত্রিকায় এই দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে।

সচেতন মহলের অভিমত, সিন্ডিকেটের হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সত্য ও ন্যায়ভাবে তদন্ত ও বিচার নিশ্চিত করে আন্দোলন ও বিশৃঙ্খলা তৈরীর অপচেষ্টা রুখে দেয়া উচিত। না হলে সরকারের চলমান কর্মকান্ড বাঁধাগ্রস্থ করে ওই সিন্ডিকেট পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হতে পারে বলে আশংকা রয়েছে। একই সঙ্গে ৩০ হাজার শিক্ষক ও হাজার হাজার শিক্ষার্থীর সুুন্দর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *