আইএসের দায় স্বীকার গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্র  

Slider জাতীয়

98641_Pentagon_Press_Secretary_Navy_Rear_Adm._John_Kirby_briefs_reporters_at_the_Pentagon_140129-D-NI589-071

বিদেশী নাগরিক হত্যা সহ বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় আইএসের দায় স্বীকারকে গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে দেশটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি এসব কথা বলেছেন। আইএসের দায় স্বীকার নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ ধরণের দায় স্বীকারকে গুরুত্বের সঙ্গে নেয়। বাংলাদেশে আইএসের অবস্থান কতটা বাস্তব বা তারা কতটা সক্রিয় এমন প্রশ্নের জবাবে কিরবি বলেন, বাংলাদেশে আইএস কতটতু সক্রিয় বা আদৌ সক্রিয় কি না তা বলাটা কঠিন। এটা নিশ্চিত করে বলার মতো অবস্থানে আমি নেই। তবে এখন তদন্ত চলছে। সেখানে যদি সহায়তার প্রয়োজন পড়ে আমরা তা দিতে চাই। দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলোর। কিন্তু আমি মনে করি আমাদের জন্য বিচক্ষণতা হলো আইসিলের দাবি গুরুত্বের সঙ্গে নেয়া। এবং আমরা সেভাবেই নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *