গাজীপুর:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ মাঠে এ মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন।
উক্ত অনুষ্ঠানে টংগী সরকারি কলেজ, কাজী আজিমউদ্দিন কলেজ, রোভার পল্লি ডিগ্রি কলেজ, কোনাবাড়ি কলেজ সহ গাজীপুর মহানগর ছাত্রদলের অন্তর্গত বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নানা ধরনের পরামর্শ তুলে ধরেন। তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করেন।