রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে সংরক্ষিত বন থেকে গাছ কেটে পাচারের সময় একটি কাভার্ড ভ্যান সহ শতাধিক গজারি গাছ জব্দ করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ৩টায় গাজীপুরের কাপাসিয়ায় বন বিভাগের শ্রীপুর রেঞ্জের গোসিংগা বিটের অধীনে থাকা পাকিয়াব সাব বিটের ভুলেশ্বর মৌজার পাকিয়াব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বনবিভাগের শ্রীপুর রেঞ্জের রেঞ্জার মোকলেছুর রহমান।
জানা গেছে, গভীর রাতে শ্রীপুর রেঞ্জের গোসিংগা বিটের পাকিয়াব সাব বিটের ভুলেশ্বর এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে শতাধিক গজারি গাছ একটি অবৈধ করাতকলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে শ্রীপুর রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মোকলেছুর রহমান রাতেই অভিযান পরিচালনা করেন । এ সময় শতাধিক গজারি গাছ ভর্তি একটি কাভার্ড ভ্যানে জব্দ করা হয়।
ঢাকা বনবিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, গভীর রাতে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে পাচার করছিল একটি চোরাই সিন্ডিকেট। তারা কাভার্ডভ্যানে গজারি গাছ পাচারের চেষ্টা করছিল এরকম খবরে ঘটনাস্থলে যাই আমরা। আমাদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক ও সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। পরে কাপাসিয়া থানার পুলিশের সহযোগিতায় গাছ ও গাড়ি রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।