শ্রীপুরে আইনশৃংখলা নিয়ে জনমনে উৎকন্ঠার সৃষ্টি

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আইনশৃংখল নিয়ে জনমনে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। বেড়ে গেছে চুরি ছিন্তাই ডাকডাতি। অপ্রতিরোদ্ধ হয়ে উঠেছে গরু চোর। সম্প্রতি সংগঠিত হয়েছে তিন বাড়িতে ডাকাতি। ঘটেছে একাধিক স্থানে চুরি ছিন্তাই। উৎপাত বাড়ছে কিশোর গ্যাংয়ের। কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয়েছে এক ব্যবসায়ী। ধর্ষিত হয়েছে এক পোশাক শ্রমিক। তিন গ্রাম থেকে চুরি হয়েছে ১৭গরু। সংগঠিত হয়েছে সড়কে ডাকাতি- ছিন্তাই। অধরা থেকে যাচ্ছে গরুচোর-ডাকাত দল। গোহালে গরুর সাথে থেকে রক্ষা পাচ্ছেনা কৃষকের গরু। চরম উৎকন্ঠায় রয়েছেন গরুর মালিকরা। উপজেলার বিভিন্ন স্থানে চলে মাদকের রমরমা ব্যবসা। থেমে নেই বনের জমি দখল।

সরেজমিনে খোঁজনিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়,সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। বেড়েছে গরু চুরি। সংগঠিত হচ্ছে ডাকাতি-ছিন্তাই। শিল্পাঞ্চল ক্যাত উপজেলার বিভিন্ন স্থানে চলে রমরমা মাদবক ব্যবসা। থেমে নেই বনের জমি দখল।
ডাকাতি: গত চার ডিসেম্বর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশ বাড়ি গ্রামে মো. জয়নাল আবেদীন ও আ. হালিম মাষ্টারের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। ২৪ডিসেম্বর রাতে বরমী- সাতখামাইর সড়কে মাজার এলাকায় গাছ ফেলে ডাকাত দল এক মাছ ব্যবসায়ীর টাকা মোবাইল নিয়ে যায়।

৩১ডিসেম্বর রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের সাবেক সেনা সদস্য সুলতান উদ্দিনের বাড়িতে দু:সাহসিক ডাকাতি হয়। ডাকাত দল লুট করে নেয় প্রায় ত্রিশ লাখ টাকার মাল। ১৫জানুয়ারী রাতে মাওনা-ফুলবাড়িয়া অঅঞ্চলিক সড়কে গাছ ফেলে ডযাকাতির হয়। ডাকাত দল পশুখাদ্য বাহী একটি ট্রাক সহ বেশক’টি যানবাহনে ডাকাতি করে।
হামলা: ৩জানুয়ারী রাতে উত্তর পেলাইদ গ্রামের সেকসন সেভেন এগ্রো লি: নামক খামারে সন্ত্রাসীরা হামলা করে প্রায় সাড়ে তিনলাখ টাকার মাল লুটকরে। ৪ডিসেম্বর রাতে উপজেলা গলদাপাড়া গ্রামের ফকির পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে আট বাড়ি দু’টি দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

কিশোর গ্যাং : উপজেলায় বেড়ে গেছে কিশোর গ্যাংয়ের উপদ্রব। উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে এসব গ্যাংয়ের অপতৎপরতা। শ্রীপুর-রাজাবাড়ি আঞ্চলিক সড়কের শ্রীপুর রেঞ্জ অফিসের দক্ষিন পাশ,কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড়ে, তেলিহাটি, বরমী,কাওরাই সহ একাধিক স্থানে বেড়েছে কিশোরগ্যায়ংয়ের উৎপাত। এসব স্থানে অপক্ষোকৃত নির্জন সময়ে পোশাক শ্রমিক,পথচারীদের মারপিট করে মোবাইল টাকা ছিনিয়ে নেয় কিশোর গ্যাং। সন্ধ্যার পর শ্রীপুর রেল স্টেশনে কিশোর গ্যাংয়ের উপদ্রব বেড়ে যায়। ট্রেন যাত্রীদের মোবাইল সহ বিভিন্ন মাল পত্র চিনিয়ে নেয়া হয়।

কিশোর গ্যাংয়ের নির্যাত: ১জানুয়ারী রাতে কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড়ে কিশোরগ্যাং ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে। স্থানীয়রা জানান,ওই এলাকায় সন্ধার পর বেড়ে যায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ব। ছিন্তাই, মারপিট,মাদক,গুলি, হত্যাকান্ডে মতো অপরাধে জড়িত কিশোর গ্যাং। আট জানুয়ারী বিকেলে কিশোরগ্যাং এক নারী সহ দুই পোশাক শ্রমিককে তুলে নেয়। ফখরুদ্দিন মোড় এলাকায় ৪২ঘন্টা আটকে নির্যাতন করে। হাতিয়ে নেয় টাকা পয়সা। ধর্ষণ করে ওই নারীকে।
চুরি: ২৯ডিসেম্বর রাতে বরমী পশ্চিম পাড়া গ্রামের শিক্ষক দম্পতির বাড়িতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। চোর ওই বাড়ি থেকে স্বর্ণালংকার সহ প্রায় সাড়ে ছয়লাখ টাকার মালামাল নিয়ে যায়।

থানয় অভিযোগ করেও মেলেনি প্রতিকার। দক্ষিন ভাংনাহাটি গ্রামের ইউনিলায়েন্স কারখানার পাশে মসজিদের মাইক,আইপিএস ও ব্যটারী চুরি হয়েছে। গত বিশ জানুয়ারী রাতে শ্রীপুর গ্রামের উত্তর পাড়া এলাকায় ফাইজুদ্দিনের বাড়ি থেকে রাতের অঅঁধারে অটোরিক্সা চুরি হয়।
গরু চুরি: ১৩ডিসেম্বর রাতে শ্রীপুর পৌসভার লোহাগাছ গ্রামে দুলালের ২টি,মাহবুবের ২টি এবং শাজাহানের টি গরু চুরি হয়। একই রাতে রাজাবাড়ি ইউনিয়নের ডুয়াই বাড়ি গ্রামের লেহাজ উদ্দিনের ৩টি,আশরাফ উদ্দিনের ৩টি গরু চুরি হয়। ২৩ডিসেম্বর রাতে ফের লোহাগাছ গ্রামের হারুনের ৬টি গরু চুরি হয়। এছাড়া ৩১ডিসেম্বর রাতে গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামের মোস্তফা কামালের ৩টি গরু চুরি হয়। এর আগে গত বছরের মে-জুলাই মাসে উপজেলার ১৩ গ্রামে ৪৩ কৃষকের ১২৩ গরু চুরি হয়েছিলো। স্থানীয়দের প্রতিরোধের মুখে কিছো দিন বন্ধ থাকে রুচুরি। ফের বেড়ে গেছে গরুচুরি।

ধর্ষণ: চলতি মাসে উপজেলার নিজমাওনা,টেপিরবাড়ি গ্রামে দুই শিশু ধর্ষিত হয়েছে। কিশোর গ্যাং কেওয়া দক্ষিন খন্ড গ্রামের ফখুরুদ্দিন মোরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে । এসব ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে চার ধর্ষক।
মহাসড়কে অপহরণ করে মুক্তি পণ আদায়: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায়ই ঘটছে সন্ধ্যার পর যানবাহনের জন্য দাড়িয়ে যাত্রীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা। গত ১১জানুয়ারী সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাওনা চৌরাস্তা এলাকা থেকে অপহৃত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আমিনুর রহমান। অপহরণ কারীরা তাকে নির্যাতন করে হাতিয়ে নেয় এক লাখ ত্রিশ হাজার টাকা মুক্তিপণ। ১৫জানুয়ারী মাওনা চৌরাস্তায় অপহরণের সময় স্থানীয় জনতা মিন্টুশেখ নামক এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে পরদিন আদালতে সোপর্দ করে।

এদিকে উপজেলার আইনশৃংখলা নিয়ে উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা এবং গত সাত জানুয়ারী শ্যীপুর থানায় অণুষ্ঠিত উপনেহাউস ডে’র অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলার আইনশৃংখলা নিয়ে উৎকন্ঠা প্রকাশ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গাজীপুরের পুলিশ সুপার আস্বাস প্রদান করেন এক মাসের মধ্যে আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, থানা এলাকার আইন শৃংখলার উন্নয়ন করতে ইতোমধ্যেই বিশেষ অভিযান চলছে। চুরি ছিন্তাইয়ের বিষয়ে মামলা হচ্ছে। কিশোরগ্যাং,মাদক ব্যবসায়ী,বিভিন্ন মামলার পলাতক আসামী সহ অপরাধীরা ধরা পরছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রæত সময়ে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে আমরা স্বচেষ্ট রয়েছি।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন জানান, একজন ওষুধ ব্যবসায়ী হত্যা কান্ডের ঘটনায় মামলা ও এক জন গ্রেফতার হয়েছে। এ রুপ ঘটনা ঘটে থাকলে ওসি কে জিজ্ঞাসা করেন । ওসি ভালো বলতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *