গাজীপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণমূখী সংস্কারের নাম আধুনিক বাংলাদেশ। তাই আগামীতে শহীদ জিয়ার বাংলাদেশ গড়তে সকলকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে। গড়তে হবে শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ।
আজ রবিবার(১৯ জানুয়ারী) গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে ডা: মাজহার এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষনা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাই আজকের বাংলাদেশ জিয়াউর রহমানের কারণে জন্ম হয়েছে। বিগত আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে জিম্মি করে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল। দেশ নায়ক তারেক রহমানের যোগ্য ও সুদক্ষ নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন দেশে গণতন্ত্রের আবহ বিরাজ করছে উল্লেখ করে এই নেতা বলেন, অবিলম্বে নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার সকল ধরণের সংস্কার করবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণমূখী সংস্কারের নাম আধুনিক বাংলাদেশ। তাই আগামী সরকার হবে শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। জনগণ অধীর আগ্রহে বিএনপিকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে উল্রেখ করে তিনি বলেন, ইনশাল্লাহ আগামীর সরকার হবে তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শের সরকার।
সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ড্যাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম। সভাপতিত্ব করেন ড্যাবের আহবায়ক ডা: আলী আকবর পলান। বিশেষ অতিথি ছিলেন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: জোবাইদা সুলতানা।
বিকেলে গাজীপুর শহরের ইস্টভ্যালী রেস্টুরেন্টে আধুনিক বাংলাদেশ বিনির্মানে শহীদ জিয়া ও আজকের সংস্কার শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম।
ইঞ্জিনিয়ার খন্দকার আজারুল ইসলামের সঞ্চালনায় ড্যাব, এ্যাব,শিক্ষক ও আইনজীবীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাবের সভাপতি ডক্টর হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গাজীপুর মহানগর জাসাসের আহ্বায়ক ও বিশিষ্ঠ অভিনেতা সৈয়দ হাসান জন্নুরাইন সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সভাপতি সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, ড. মো: আনোয়ার হোসেন, এডভোকেট সেলিনা আক্তার,ইঞ্জিনিয়ার মো: হারুন আল রশীদ,সহকারী অধ্যাপক মো:শরিফুল ইসলাম সেলিম,বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফেরামের আহবায়ক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, এডভোকেট রাসেল ও এডভোকেট রবিউল ইসলাম ও মিডিয়া সমন্বয়কারী গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাফিকুর রহমান সেলিম।