শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি সহ ১৯ জন গ্রেফতার

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজনৈতিক,হত্যা, মাদক চুরি,গ্রেফতারী পরোয়ানা ভক্ত বিভিন্ন মামলার ১৯ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার দের মধ্যে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গ্রেফতার হলো আল আমীন(২৪)খন্দকার বাহারুল(৪০),দেলোয়ার হোসেন(৪৮),আ.করিম(৫৯)। মাদক মামলায় গ্রেফতার হলো আ.রউফ(৪৫),সাব্বির হোসেন(২০),আহাম্মদ আলী (৫৫),আছমা খাতুন(৩২)। চুরির মামলায় গ্রেফতার হলো আলতাফ উদ্দিন(৩৫),আইয়ুব আলী(২২), জাহাঙ্গীর আলম(৩২), মিজানুর রহমান(২৮),মো. শাজাহান (২৪), গ্রেফতারী পরোয়ানা ভূক্ত হলো জাহাঙ্গীর আলম(৪৪),সাহাব উদ্দিন(৫৫),আ.রহিম(৪১),মো. নাজমুল হক (৩৪)। অপর একটি হত্যা মামলায় গ্রেফতার হলো মো. অন্তর(২০) ও মো. রোমান(২১)।

জানাযায়, উপজেলার আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে পুলি বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতার করা হয় ঊনিশ আসামীকে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, আইনশৃংখলা নিয়ন্ত্রন এবং জনগনের জানমালের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। এরই অংশ হিসেবে বিশিষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৯জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা জহয়। এ অভিয়ান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *