মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেছেন, জীবন সহজ করতে গিয়ে আমরা জীবন নষ্ট করছি। মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধ করতে না পারলে আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। ক্যান্সার, উচ্চ রক্তচাপ, কিডনী রোগ, স্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আমরা। তিনি ক্রেতা এবং বিক্রেতাদেরকে পলিথিন ব্যবহার থেকে দূরে থাকার আহবান জানান।তিনি মঙ্গলবার, ১২ নভেম্বর/২০২৪, পলিথিন নিষিদ্ধকরণ ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতা মূলক ব্যবহার নিশ্চিত করতে তার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, এডিএম পিএম ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মতলুবর রহমান, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা মমতা হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু, শিল্পপতি গোলাম কিবরিয়া বাহার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সভায় চালের বস্তায় প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করা, খোলা বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের পরিবর্তে কাগজের ব্যাগ, টিস্যু ব্যাগ, কাপড়ের ব্যাগের ব্যবহার সহজ লভ্য করার প্রতি জোর দেওয়া হয়। সভায় বক্তারা পলিথিনের বিকল্প ব্যবহারের প্রতি জোর দেওয়া হয়