বগুড়া জেলায় এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ৩৪০ জন পরীক্ষার্থী

Slider রাজশাহী


হাবিবুর রহমান (হাবিব) ধুনট(বগুড়া) প্রতিনিধি: এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় বগুড়ায় ৩৪০জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে সাধারণ ক্যাটাগরির শিক্ষার্থীর সংখ্যাই বেশি৷ তবে প্রথম দিনের পরীক্ষায় জেলায় কোন বহিস্কারের ঘটনা ঘটেনি। রবিবার, ৩০ জুন/২০২৪, বিকালে বগুড়া জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।শিক্ষা শাখা জানান যে, জেলায় এবার মোট পরীক্ষার্থী ৩৪ হাজার ৯৪২জন। এদের মধ্যে সাধারণ ক্যাটাগরিতে নিয়মিত ও অনিয়মিত মিলে ২৬ হাজার ৫৫২জন, আলিমে ২ হাজার ৫২৮ এবং বাকি ৪ হাজার ৮৬২জন বিএমটি শাখায়।এদিকে, প্রথম দিনের পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে নিয়মিত ২৪ হাজার ৪৭২ জনের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল । তবে পরীক্ষার প্রথম দিনে ২০৬জন অনুপস্থিত ছিলেন। আলিমে ২ হাজার ৪৮৭জনের মধ্যে ৯২জন এবং এইচএসসি বিএমটি শাখায় ৩ হাজার ৪২৮জনের মধ্যে ৪২জন অনুপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আরাফাত হোসেন বলেন, ‘১ম দিনে জেলায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আশা করছি আগামী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *