শ্রীপুরে আজ ঘরের লড়াই মাঠে

Slider বাংলার মুখোমুখি

গাজীপুর: গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলা পরিষদে ভোটগ্রহন আজ। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা সকলেই ক্ষমতাসীন আওয়ামীলীগ দলের লোক।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট রহমত আলীর ছেলে এডভোকেট জামিল হাসান দূর্জয়(ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান আ: জলিল(আনারস) ও আওয়ামীলীগের সদস্য মো: সাখাওয়াত হোসেন(মোটরসাইকেল)।

অনুসন্ধানে জানা যায়, গেলো সংসদ নির্বাচনে আ: জলিল তার বর্তমান প্রধান প্রতিদ্বন্ধী দূর্জয়ের বোন রুমানা আলী টুসির পক্ষে কাজ করেছেন। টুসি এমপি হয়ে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দূর্জয়ের বাবা প্রয়াত মন্ত্রী এডভোকেট রহমত আলীর হাত ধরেই আ: জলিল আওয়ামীলীগে আসেন। বর্তমানে রহমত আলী ছেলের সাথে আ: জলিল প্রতিদ্বদ্ধীতা করছেন। অপর প্রার্থী সাখাওয়াত হোসেন শামীমও আওয়ামীলীগের লোক। সুতরাং আজকের ভোট হচ্ছে ঘরের লড়াই মাঠে।

শ্রীপুর উপজেলায় একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬। মোট ভোট কেন্দ্র ১৩৯ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *