নারায়ণগঞ্জ (রূপগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শাওঘাট এলাকায় অ্যাম্বুলেন্স ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রোগীসহ তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- নয়ন (৪০) ও রেজা (৩৫)। তৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।