কক্সবাজার: মাসিক উন্নয়ন সভায় যোগ না দেওয়ায় কক্সবাজারের উখিয়া উপজেলার নির্বাহী প্রকৌশলী মোস্তফা মিনহাজকে মারধর করেছেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদি।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার উখিয়া উপজেলা পরিষদে মাসিক উন্নয়ন সমন্বয় সভা হয়। কিন্তু সেই সভায় না গিয়ে নিজের অফিস কক্ষে কাজ করছিলেন প্রকৌশলী মোস্তফা মিনহাজ। এসময় তাকে সভায় আসার জন্য খবর পাঠান এমপি বদি। কিন্তু এরপরও তিনি না আসায় বদি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল বিশ্বাসকে নিয়ে প্রকৌশলীর অফিসে গিয়ে তাকে গালি-গালাজ ও মারধর করেন। এসময় সেখানে উপস্থিত অন্যান্যরা এমপিকে বুঝিয়ে সভায় নিয়ে আসেন। পরে ওই সভায় যোগ দেন প্রকৌশলী মোস্তফা মিনহাজ।
উখিয়ার ইউএনও হিল্লোল বিশ্বাস জানান, এমপি বদি ও উপজেলা প্রকৌশলীর মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলি হোসেন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন প্রকৌশলী যদি বিভিন্ন সভায় না যান, তবে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা উচিৎ ছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নিত জেলা প্রশাসন। কিন্তু এমপি বদি তা না করে প্রকৌশলীকে মারধর করেছেন।