শর্ত পূরণ হলেই কেবল বন্দীদের মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
মঙ্গলবার (২ জানুয়ারি) হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেন। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।
হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেন, শর্ত পূরণ হলেই কেবল বন্দীদের মুক্তি দেয়া হবে।
তিনি আরো বলেন, আমাদের নেতা ও যোদ্ধারা উপযুক্ত অবস্থানে রয়েছে। আমরা বিজয়ে দ্বারপ্রান্তে রয়েছে। আর দখলদার বাহিনী রয়েছে পরাজয়ের দ্বারপ্রান্তে।
হাসাসের এই নেতা বলেন, আজ ইসরাইলি আগ্রাসনের ৮৮তম দিন। দখলদার বাহিনীর ব্যাপক গণহত্যার পরও আমাদের জনগণ অবিচলতার পরাকাষ্ঠা প্রদর্শন করছে। তারা জেরুজালেম ও পশ্চিম তীরেও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলছে। আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে।
এ সময় দখলদার বাহিনী গাজা উপত্যকায় বর্বরতার চরম পর্যায়ে পৌঁছে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ২ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে নিহতের সংখ্যা ২২ হাজার ১৮৫ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ২২ হাজার ১৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৫৭ হাজার ৩৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে গত ২৪ অন্তত ২০৭ জন নিহত ও ৩৩৮ জন আহত হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পশ্চিমতীরে অন্তত ৩২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে আরো ৩ হাজার ৮০০ জন আহত হয়েছে।
আল জাজিরার জানিয়েছে, গাজা যুদ্ধে অন্তত ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া আরো ৯৬৫ জন আহত হয়েছে। এদিকে স্থল হামলা শুরু হওয়ার পর অন্তত ১৭৩ সেনা নিহত হয়েছে। যাদের মধ্যে অন্তত ২৯ জন নিজেদের বাহিনীর গুলিতেই নিহত হয়েছে।
সূত্র : আল জাজিরা