যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশনের আপিল কমিটি। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করা হয়েছে।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর এ রায় দিয়েছে কমিটি।
বাবুলের বিরুদ্ধে এ আপিল করেন একই আসনের বাসিন্দা বিএনএফের প্রার্থী সুকৃতি কুমার মন্ডল। এর মাধ্যমে এনামুল হক বাবুল আপাতত তার নির্বাচনী বৈধতা হারালেন।
এর আগে, এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায়। এবারো আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পেয়ে রণজিৎ কুমার রায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।